বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়। ‘‘স্মৃতির সুরভী’’ নামে একটি স্মারক প্রতি বছর বিভাগের অনার্স কোর্সের বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত হয়। ২০১৪ সালে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘‘ব্যবস্থাপনা এ্যালামনাই এসোসিয়েশন’’ এর উদ্যোগে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগের ১ যুগ পূর্তিকে স্মরণীয় করে রাখতে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। দীর্ঘপথ পরিক্রমায় বিভাগে বিভিন্ন সময়ে প্রফেসর মোঃ ইলিয়াছ বখত চৌধুরী, জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জনাব মধুমঙ্গল চাকমা, জনাব মোহাম্মদ তারেক মামুন খান, জনাব মো: মেজবাউল হক, জনাব আব্দুস ছত্তার, জনাব এ.এফ.এম নুরুল হুদা, জনাব শেখ আব্দুল কুদ্দুস, জনাব গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী এবং জনাব উম্মে আইমন তামান্না শিক্ষকগণের প্রচেষ্টা ও পদচারণা ছিল। বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী (সহযোগী অধ্যাপক) । এছাড়াও বিভাগে কর্মরত রয়েছেন জনাব মো: জামাল হোসেন (সহকারী অধ্যাপক), জনাব উজ্জ্বল রায় ( প্রভাষক)ও জনাব আব্দুল্লাহ আল মামুন (প্রভাষক)। অতিথি শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন জনাব আব্দুল্লাহ আল নোমান। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে আজিজুল হক নিয়াজ এবং অফিস সহায়ক হিসেবে আব্দুল ওহাব রয়েছে।