বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ – এর একটি স্বনামধন্য বিভাগ হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ২০০৫-০৬ শিক্ষাবর্ষে সর্বপ্রথম অনার্স ১ম বর্ষে ছাত্র -ছাত্রী ভর্তির মাধ্যমে তার যাত্রা শুরু করে। এ পর্যন্ত ১২ টি ব্যাচ অনার্স কোর্স সম্পন্ন করে তাদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়।২০১০-১১শিক্ষাবর্ষ হতে অত্র বিভাগে মাস্টার্স চুড়ান্ত বর্ষের কোর্স চলমান আছে। বিভিন্ন সময় খেলাধুলা ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় এ বিভাগের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়। বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে জনাব মূর্শেদা বর চৌধুরী নাজনীন (সহযোগী অধ্যাপক) দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করে যাচ্ছেন। জনাব আবু ছালেহ মোহম্মদ আবদুল্লাহ (সহকারী অধ্যাপক) আন্তরিকতার সঙ্গে তাঁর যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া প্রভাষক এর দু’ টি পদ বর্তমানে শুন্য রয়েছে।