ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজের বিভিন্ন বিভাগের মধ্যে ইতিহাস বিভাগ একটি স্বনামধন্য বিভাগ হিসেবে পরিচিত। ইতিহাস বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেই কলেজ প্রতিষ্ঠার পর থেকে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে মানবিক বিভাগে পাঠ্যক্রমের অন্তর্ভূক্ত আছে। ২০১১-১২ শিক্ষাবর্ষ হতে এই বিভাগে অনার্স কোর্স চালু হয়। এ পর্যন্ত ০৫ টি ব্যাচ কৃতিত্বের সহিত অনার্স কোর্স সম্পন্ন করে।২০১৭-১৮ শিক্ষাবর্ষ হতে অত্র বিভাগে মাস্টার্স চূড়ান্ত বর্ষের কোর্স চলমান আছে।খেলাধূলা, সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন প্রতিযোগিতায় এ বিভাগের ছাত্রছাত্রীরা কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়। বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে জনাব সৈয়দা রকিবুন্নাহার (সহযোগী অধ্যাপক) দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।জনাব সাজিয়া শারমিন (সহকারি অধ্যাপক), জনাব ফারজানা আক্তার (প্রভাষক) ও জনাব জেসমিন আক্তার (প্রভাষক) পাঠদান কার্যক্রমসহ সকল দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করে যাচেছন।