DEPARTMENT OF ECONOMICS

  • Overview
  • Faculty
  • Notice
  • Alumni
  • Achievement

২০০৮-০৯ শিক্ষাবর্ষে মাত্র ৭০ জন শিক্ষার্থী নিয়ে ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজ-এ অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের যাত্রা শুরু হয়। বর্তমান বৃন্দাবন সরকারি কলেজের ১৪টি বিভাগের মধ্যে অর্থনীতি বিভাগ অন্যতম। ২০১২-১৩ শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান শুরু হয়। বর্তমানে এ বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০০ জন। বিগত বছরগুলোতে এ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে প্রায় ১৫০০ জন শিক্ষার্থী। ২০১৮ সালের জুলাই মাসে তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মোঃ এলিয়াছ হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর অজয় কুমার দাশ মহালদার এবং বিভাগীয় প্রধান ড. নবী মারুফ আশরাফ স্যারের সার্বিক তত্ত্বাবধানে অর্থনীতি বিভাগ কলেজের সর্ব পশ্চিমে নতুন ভবনে একক বিভাগ হিসেবে স্থানান্তরিত হয়। বর্তমানে বিভাগে সৃষ্ঠ পদের সংখ্যা ৫টি। বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন জনাব মাহবুবা খানম চৌধুরী (সহকারী অধ্যাপক)। প্রভাষক হিসেবে কর্মরত আছেন জনাব এ.কে.এম আহসানুল হক ও জনাব কৃত্তিবাস দাস। শিক্ষার্থীদের জন্য আধুনিক কম্পিউটার ল্যাব সংযোজিত একটি সেমিনার রয়েছে। সেমিনারে বিষয় ভিত্তিক বইয়ের পাশাপাশি দেশ-বিদেশের বিখ্যাত লেখকদের বইয়ের সংখ্যা প্রায় সহস্রাধিক। বিভাগ প্রতিষ্ঠার শুরু থেকেই সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে অফিস সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে মোঃ আতর আলী। বিভাগ প্রতিষ্ঠাকালীন থেকে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রফেসর নাসরিন আক্তার, প্রফেসর মোঃ তোতিউর রহমান, মোঃ বশীর আহমদ (সহযোগী অধ্যাপক) ও ড. নবী মারুফ আশরাফ। সবুজ-শ্যামলে ঘেরা, ছায়া-সুনিবির অর্থনীতি বিভাগ নিজস্ব দক্ষতা, যোগ্যতা ও দৃঢ়তার সাথে সফলভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Name Designation Joining Date
Mahbuba Khanam Chowdhury Chairman 02-20-2012
A.K.M. Ahsanul Haque Lecturer 05-02-2017
Kritibas Das Lecturer 04-07-2019
Description Date Download

Mahbuba Khanam Chowdhury

Chairman

A.K.M. Ahsanul Haque

Lecturer

Kritibas Das

Lecturer