





সংক্ষিপ্ত কলেজ পরিচিতি
১৯৩১ সালে প্রতিষ্ঠিত “হবিগঞ্জ কলেজ” কলেজ পরে “বৃন্দাবন কলেজ” এবং ১৯৭৯ সালের ৭ মে জাতীয়করণের ফলে এর নামকরণ হয় ” বৃন্দাবন সরকারি কলেজ “। প্রাচীন ঐতিহ্যবাহী এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি হবিগঞ্জ জেলার প্রান কেন্দ্রে অবস্থিত।

প্রফেসর মো: ইলিয়াছ বখত চৌধুরী
অধ্যক্ষ
শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার গুণগতমান অর্জনের ধারাবাহিক পরিবীক্ষন কার্যক্রমে ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের ঐতিহ্য , মূল্যবোধ , তথ্যসমূহ , শিক্ষক মন্ডলি , সিলেবাস , শ্রেণিশিক্ষা , বিভিন্ন পরিক্ষার তারিখসমূহ , নোটিশ প্রভৃতি ওয়েবসাইটে সন্নিবেশিত থাকবে। শুণগত শিক্ষা অর্জনের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীদের উপযুক্ত তত্ত্বাবধান করা যাবে।
প্রফেসর ড. মো: মাসুদুল হাসান
উপাধ্যক্ষ
শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার গুণগতমান অর্জনের ধারাবাহিক পরিবীক্ষন কার্যক্রমে ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের ঐতিহ্য , মূল্যবোধ , তথ্যসমূহ , শিক্ষক মন্ডলি , সিলেবাস , শ্রেণিশিক্ষা , বিভিন্ন পরিক্ষার তারিখসমূহ , নোটিশ প্রভৃতি ওয়েবসাইটে সন্নিবেশিত থাকবে। শুণগত শিক্ষা অর্জনের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীদের উপযুক্ত তত্ত্বাবধান করা যাবে।

Recent Notice
Recent Notice
তথ্য অধিকার ও সিটিজেন চার্টার
Gallery














Address
Brindaban Govt. College, Hobiganj
Email: brindabancollege@gmail.com
Website: www.bc.gov.bd
Phone: 02-111111